পদমর্যাদা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
রবিবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দিনাজপুর মেডিক্যাল কলেজে হাসপাতালের সামনে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় অন্যরা ১০ম গ্রেড পেলেও মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত।
তারা বলেন, সরকার দাবি না মানলে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতী ও ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী, মোস্তফা হাবিব, আতিকুর রহমান, ইউনুছ আলী, ফার্মাসিস্ট আলমগীরসহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।
বিডি-প্রতিদিন/এমই