চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে রোগীরা পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ নেওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েন।
কর্মবিরতির কারণে প্যাথলজি, রেডিওলজি, ডেন্টাল, ফার্মেসি ও ফিজিওথেরাপি সেবা বিঘ্নিত হয়। লম্বা সারিতে রোগীরা এসব সেবা নেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল। তবে সার্বিক পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল ছিল। কর্মসূচির কারণে কিছু ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও জরুরি সেবা সচল ছিল।
মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, গত এক বছর ধরে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেও তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি মানা হচ্ছে না। বছরে মাত্র ২৪ কোটি টাকার আর্থিক বরাদ্দে তিন দশকের পেশাগত অর্জনকে মর্যাদায় উন্নীত করা এ দাবি ন্যায়সংগত ও সময়োপযোগী।
আন্দোলনকারীরা দাবি বাস্তবায়নের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে তারা লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট আব্দুল লতিফ, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক আসাদুজ্জামান ও মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে বিরাজ কুমার।
বিডি-প্রতিদিন/এমই