মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম চীন মৈত্রী সেতুতে টোল না দেওয়াকে কেন্দ্র করে টোল অফিসে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টোল অফিসের এ হামলায় তিনজন টোল কর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে সেতুতে গিয়ে টোল না দেওয়ার বিষয় নিয়ে টোল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে অফিসে প্রবেশ করে হামলা চালায়। এতে অফিসের ফার্নিচার ভাঙচুরের পাশাপাশি দায়িত্বে থাকা তিন টোল কর্মী আহত হন।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের শনাক্তে কাজ শুরু করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “টোল অফিসে হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেন, তবে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।”
বিডি-প্রতিদিন/তানিয়া