বগুড়ার নন্দীগ্রামে কুঠার দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং হত্যায় ব্যবহৃত কুঠারসহ স্বামী তয়েজ উদ্দিনকে (৫০) আটক করে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোর্শেদা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে মোর্শেদা বেগম বাথরুম থেকে বের হলে স্বামী তয়েজ উদ্দিন কুঠার দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর তয়েজ উদ্দিন ঘরের দোতলায় গিয়ে অবস্থান নেন।
ইউপি সদস্য শামছুর রহমান জানান, তয়েজ উদ্দিন দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, নিহতের লাশ ও কুঠার উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত তয়েজ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল