রাঙ্গামাটি জেলায় বদলি উপলক্ষে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরের সঞ্চালনায় বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি চাঁদপুরে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১৪ মাস ১০ দিন এখানে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানামুখী উদ্যোগ নেন তিনি।
বদলি উপলক্ষে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের বক্তব্যে তিনি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক গুণাবলিসম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে প্রশংসিত হন। সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ, আরআই, পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স।
বিডিপ্রতিদিন/কবিরুল