জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মো. শাহজাহান। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন এবং সবাইকে দোয়া করার আহ্বান জানান।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। মতবিনিময়ে এলাকার শান্তি-সমৃদ্ধি ও উন্নয়নের বিষয়ে আলোচনা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট আবদুল হক, আবু নাছের ও নুরুল আমিন খানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মো. শাহজাহান একটি নির্বাচনি ইশতেহার সাংবাদিকসহ নেতাকর্মীদের হাতে তুলে দেন।
বিডি-প্রতিদিন/এমই