রাজশাহীর নিউমার্কেট সংলগ্ন ওয়েহোম আবাসিক হোটেল থেকে ২৬ বছর বয়সী সবুজ কুমার অধিকারী নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকার বাসিন্দা।
বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সবুজ শুক্রবার হোটেলটিতে উঠেছিল। আজকের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হোটেল ত্যাগ করেননি। তাই হোটেলের কর্মীরা রুমের দরজায় তাকে ডাকাডাকি করে। কোন সাড়া-শব্দ না পেয়ে তারা জানালা দিয়ে সবুজে ঝুলন্ত মরদেহ দেখে।
তিনি আরও বলেন, তখন তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস, ক্রাইমসিনের কর্মীরা ঘটনাস্থলে আসার পরে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক