বগুড়ার শেরপুরে হাজী সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে আল হারামাইন হাজী ফাউন্ডেশনের এ উদ্যোগে পাঁচ শতাধিক হাজী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী আব্দুর রাজ্জাক। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন আরডিএ মসজিদের সাবেক খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
সম্মেলনে সভাপতিত্ব করেন আল-হারামাইন ফাউন্ডেশনের গাড়ীদহ মডেল ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম-পরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরের সত্ত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মান্নান, আল খায়ের ট্রাভেলস অ্যান্ড ট্যুরের সত্ত্বাধিকারী মাওলানা আবুল খায়ের।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া আরডিএ-এর উপ-পরিচালক মহিউদ্দিন, অধ্যক্ষ বেলাল বিন নওয়াব, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুল হাই বারী ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক।
বিডি-প্রতিদিন/এমই