বরিশালের মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাকির হোসেন নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কাজিরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করে। তিনি মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ভাঙা গ্রামের বাসিন্দা।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানায়, তার কাছ থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে জাকিরকে জেলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক