উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ শিক্ষিকা স্বর্ণ রানী পাল-এর বিদায়ী সংবর্ধনা বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ শে নভেম্বর) সকালে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি মো. আলমগীর মিজি তার শুভেচ্ছা বক্তব্যে স্বর্ণ রানী পালের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করে বলেন— তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন শিশুদের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তাঁর অবদানকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারানো বিদ্যালয়ের জন্য বড় শূন্যতা তৈরি করবে।
বিদায়ী বক্তব্যে স্বর্ণ রানী পাল বলেন, “এই বিদ্যালয়, এই গ্রামের মানুষ ও আমার প্রিয় শিক্ষার্থীরা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি সবাইকে নিয়ে আজীবন গর্ব করব।” তাঁর বক্তব্যে অনুষ্ঠানস্থল অশ্রুসজল হয়ে ওঠে।
বিডি প্রতিদিন/হিমেল