লক্ষ্মীপুরে কৃতি শিক্ষার্থী ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত টুমচর’। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. আবদুজ জাহের মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ হারুন আল মাদানী। সঞ্চালনা করেন ডা. মো. মনির আহমেদ।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর সৈয়দ আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সোলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো. রায়হান কাজেমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল