নোয়াখালীর মাইজদীতে নাক ও গলার অপারেশন একসাথে করতে গিয়ে ভুল চিকিৎসায় রিংকি আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মজিবুল হক পলাতক রয়েছে। এদিকে, মৃত রিংকি আক্তারের স্বজনরা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করে।
মৃত রিংকি আক্তারের স্বামী নূর হোসেন বলেন,‘রিংকি আক্তার সম্প্রতি নাকে পলিপ দেখা দেয়। এতে তিনি মাইজদী শহরের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মজিবুল হককে দেখালে তিনি রোগির গলাতেও টনসিল রয়েছে বলে জানান। পরে তাকে অপারেশন করার পর আজ শনিবার সকালে রোগীর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাতে তার অপারেশন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে অপারেশনের সময় কোনো কন্ঠনালী বা রগ কাটা পড়ে ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করে।’
এ ঘটনার পর মৃত পিংকি আক্তারের আত্মীয়-স্বজনরা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করে। তারা অবিলম্বে ডাক্তারকে গ্রেফতারের দাবি জানান। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নিহত পিংকি আক্তারের বাড়ি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) লন্ডন চৌধুরী বলেন, ‘ঘটনার পর ডাক্তার পালিয়ে গেছে। স্বজনরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
বিডি-প্রতিদিন/আশফাক