মোংলা পোর্ট পৌরসভা ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের রিমঝিম সিনেমা হল চত্বরে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জুলফিকার আলী।
ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ইউনিয়নের সভাপতি মো. আ. সালাম ব্যাপারী, সাধারণ সম্পাদক হাওলাদার মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবুল বাশার ব্যাপারী, আবুল বাশার মৃধা, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মো. শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন রাজু, প্রচার সম্পাদক দুলাল মোল্লা, দপ্তর সম্পাদক শুক্কুর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেল্লাল শেখ, সদস্য সোহেল হাওলাদার, লিটন হাসান মোল্লা, মো. মিলন, এমরান হাওলাদার, খলিলুর রহমান ও মো. শাহআলম।
অভিষেক অনুষ্ঠানে ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন দাবি পূরণ ও সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান অতিথি মো. জুলফিকার আলী।
অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া