ফেনী সদর উপজেলায় আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট হাইস্কুল মাঠে দক্ষিণ লক্ষিপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এর আয়োজন করা হয়।
ছাত্রনেতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিদহ ইউনিয়নের সন্তান কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটওয়ারী।
টুর্নামেন্ট উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে এবং মুন্সি মজনু একাদশ চ্যাম্পিয়ন হয়।
বিডি প্রতিদিন/কেএ