পর্যটকদের নিয়ে প্রথম যাত্রায় ২০ জন যাত্রীসহ বরিশালের ত্রিশ গোডাউন জেটিতে নোঙর করেছে শতবর্ষী স্টিমার পিএস মাহসুদ। শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্টিমারটি সদরঘাট থেকে ৪১ জন যাত্রী নিয়ে রওনা হয়। চাঁদপুর ঘাটে ২১ জন নেমে যান।
বিআইডব্লিউটিএ বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন জানান, প্রথম দিনে মোট ৪১ জন যাত্রীই প্রথম শ্রেণির ছিলেন। বরিশাল থেকে ঢাকায় যাওয়ার জন্য ৯টি প্রথম শ্রেণির কেবিন বুকিং দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টায় স্টিমারটি ঘাটে পৌঁছায়। যাত্রীদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
ব্যবস্থাপক জানান, হেরিটেজ সার্ভিস হিসেবে পিএস মাহসুদ সপ্তাহে দুই দিন ঢাকা–বরিশাল–ঢাকা রুটে চলবে। প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর হয়ে সন্ধ্যায় বরিশাল পৌঁছাবে। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আবার যাত্রা করবে।
তিনি আরও জানান, আপাতত বিআইডব্লিউটিসি স্টিমারটি পরিচালনা করবে এবং পরে ইজারা দেওয়া হবে। সপ্তাহে দুই দিন ছাড়া বাকি দিনগুলোতে এটি নৌ-বিহারের জন্য ভাড়া দেওয়া হবে। ভাড়া বিআইডব্লিউটিসির কেন্দ্রীয় অফিস থেকে নিতে হবে।
স্টিমারের ভাড়া সম্পর্কে ব্যবস্থাপক জসিম উদ্দীন জানান, তিন শ্রেণির সিট রয়েছে—দ্বৈত শয্যার প্রথম শ্রেণির কেবিন ২,২৬০ টাকা (ভ্যাট ৩৩০ টাকা), দ্বিতীয় শ্রেণির কেবিন ১,৬৫০ টাকা এবং সুলভ শ্রেণির চেয়ার ৬০০ টাকা। ঢাকা–চাঁদপুর রুটে ভাড়া ৭৮৩, ৫৬০ ও ১৪০ টাকা; চাঁদপুর–বরিশাল ১,১৭৩, ৮৪০ ও ২৬০ টাকা।
বিডিপ্রতিদিন/কবিরুল