বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম শতাধিক কৃষকের মাঝে উন্নতমানের ধানবীজ বিতরণ করেছেন। শুক্রবার সকালে রামপাল উপজেলার বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি কৃষকবান্ধব দল এবং কৃষকের জন্য নীতি প্রণয়নে কাজ করছে। তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের স্বার্থে কৃষি কার্ড চালু করা হবে, আর কৃষিঋণ আরও সহজ ও স্বল্পসুদে প্রদান করা হবে।
কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবার আগে কৃষি ও কৃষককে প্রাধান্য দেবে। উপকূলীয় এলাকায় লবণসহিঞ্চু জাতের ধান ও অন্যান্য ফসল ফলাতে গবেষণার মাধ্যমে সমৃদ্ধ করার চেষ্টা করা হবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার কথা বলেন ফরিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই