চাঁদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা পুরাণ বাজার বড় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সদস্য মো. সেলিম খান, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড. ইয়াছিন আরাফাত, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক মো. আছলাম তালুকদার, সহ-সভাপতি মো. কামাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. সুমন বেপারী, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিক মিজি, সাধারণ সম্পাদক মো. মেহেদী মল্লিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আশফাক