সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পেয়ারা খাতুন রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে। তিনি হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন। অভিযুক্ত আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
পেয়ারা খাতুনের বাবা হানিফ সরকার জানান, আব্দুল আলীমের স্ত্রী থাকা স্বত্বেও ব্লাককমেইল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর চাপ সৃষ্টি করে পেয়ারার কাছে থেকে ১৭ লাখ টাকা নেয়। এরপর থেকে নানাভাবে নির্যাতন করতে থাকে। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। এই দ্বন্দ্বের জেরেই আব্দুল আলীম ও তার স্বজনরা পেয়ারাকে হত্যা করে পালিয়েছে।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী জানান, সকালে বসতবাড়িতে তালা দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘরের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেছেন বলেও ওসি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া