বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছেছে।
শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় সাড়ে ছয় টন ও সাত ধরনের বিভিন্ন পণ্য নিয়ে একটি কার্গো ট্রাক বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, চালানটি ভুটানে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, রোড পারমিট সম্পন্ন হওয়ার পর বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রাকটি ভারত হয়ে ভুটানের উদ্দেশে যাত্রা করবে। এতে বাংলাদেশ–ভুটান–ভারত ত্রিপক্ষীয় ট্রানজিট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের অংশ হিসেবে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে সাড়ে ছয় টনের এই পণ্যভর্তি চালান বুড়িমারী হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা নির্ধারিত ছিল।
বুড়িমারী স্থলশুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে আসা চালানটি বুড়িমারী বন্দরে পৌঁছেছে। ভারতের রোড পারমিট সম্পন্ন হলেই ভুটানে পণ্য পাঠানো হবে।”
বিডি প্রতিদিন/হিমেল