‘সাহিত্যের আলোয় উদ্ভাসিত হোক আগামীর পথচলা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের চার যুগপূর্তি উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সি, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।
বিডি-প্রতিদিন/আশফাক