টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে সুলতান মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সুলতান মিয়া মির্জাপুরের গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জেল কর্তৃপক্ষ জানায়, বুধবার মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে সুলতানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সুলতান মিয়ার মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সুলতান মির্জাপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেফতারের পর প্রায় এক মাস তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া