গাইবান্ধার গোবিন্দগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পিঠা উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) মাসুদার রহমান আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহা, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মোজাফফর হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে ঝাল পিঠা, পুলি পিঠা, ফুল পিঠা, তাল পিঠা, চিতই পিঠা, মুঠি পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ছিল চোখে পড়ার মতো। পিঠা উৎসব শুধু স্বাদ-গন্ধের আনন্দ নয়, এ যেন এক প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান।
বিডি প্রতিদিন/কেএইচটি