নেত্রকোনায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হলরুমে সদর সমাজসেবা অফিসের আয়োজিত সেমিনারে প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত তুলে ধরা হয়।
সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুর রহমানের সঞ্চালনায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ আলম এই সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় চিকিৎসক, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেনী-পেশার অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।
মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তুলে ধরে সেমিানরে আলোচনা সভায় সমাজসেবার সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদের সভাপতিত্ব বক্তব্য দেন, উপ পরিচালক মো. শাহ আলম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার আহসানুল কবীর রিয়াদ, সদরের উচ্চ মাদ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জেলা সুজনের সভাপতি গোলাম মোস্তফা, সুজনের সম্পাদক আলপনা বেগম, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী, সরকারী কলেজেরে সহকারী অধ্যাপক মো. লালন মিয়া, আবু আব্বাস কলেজের প্রভাষক আমীর মিরাজিসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক