ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে হাটহাজারীর কামালপাড়া এলাকা থেকে পলাতক আসামি ওসমান গনি মানিককে (৫৮) গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার কড়িয়ার দিঘী এলাকা থেকে আরও দুই আসামি মো. হারুন (৪০) ও আনোয়া পাশা বাবুলকে (৬২) গ্রেফতার করে র্যাব-৭।
গত বছরের ৩ আগস্ট পারিবারিক দ্বন্দ্বের জেরে ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নে আপন দুই ভাই আলমগীর ও জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তাদের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে আরেক ভাই রেজাউল করিমের স্ত্রী নিগার সুলতানাকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি দেখিয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।
ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ জানান, গ্রেফতার তিন আসামিকে র্যাব-৭ থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক