ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ ও কসবা উপজেলায় চালানো অভিযানে মোট ২৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চাঁদপুরের মো.ফরিদ মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোলাম কিবরিয়া (২৫), মো. শাকিল মিয়া (২৩), কুমিল্লার কতোয়ালী উপজেলার মো. মাসুম মিয়া (৩৬) এবং মো. জামাল হোসেন (৪৬)।
জেলা পুলিশ মিডিয়া উইং বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার ভোরে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশিতে ১২০ কেজি গাঁজাসহ ফরিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৫টায় আশুগঞ্জের সোনারামপুরে একটি ট্রাক থেকে ১০৫ কেজি গাঁজাসহ কিবরিয়া ও শাকিলকে আটক করা হয়।
সকাল সোয়া ৭টায় আশুগঞ্জের চর-চারতলা এলাকায় আরেকটি ট্রাকে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ মাসুম ও জামালকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক