সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষে পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) শহরের ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তারা।
গণসংযোগের সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা সবসময় দেশের মানুষের কথা চিন্তা করে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উল্লাপাড়া গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের ইতিবাচক রাষ্ট্রচিন্তা জনগণকে অনুপ্রাণিত করছে। তিনি স্লোগান দিয়েছেন ‘দল-মত ও নির্বিশেষে বাংলাদেশ সবার। তাই উন্নয়নের জন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনপি নেতা লাভলু সরকার, বাবলু সরকার ও হাফিজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল