কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সদর উপজেলার ঘোগাদহে অবস্থিত মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৩০ হাজার টাকা এবং মধ্যকুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে হালনাগাদ কাগজপত্র ছাড়া ভাটার কার্যক্রম না চালানোর জন্য তাদের সতর্ক করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল