মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম সদস্যরা (এমটিএফ)। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দ্রুত ১০ গ্রেড বাস্তবায়ন না হলে আগামীতে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
পরে দাবি আদায়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।
বিডি প্রতিদিন/কামাল