চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারার পাঁয়তারা বন্ধ, লালদিয়া এবং পানগাঁও কন্টেইনার টার্মিনালের ইজারাচুক্তি অনতিবিলম্বে বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাম সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা সিপিবি, জেলা বাংলাদেশ জাসদ ও জেলা বাসদ'র (মার্ক্সবাদী) উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা বাংলাদেশ জাসদের সদস্য প্রভাষক জাফর আহমেদ আকসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা বাংলাদেশ জাসদের সদস্য আবুল বাশার রতন, জাতীয় যুবজোটের জেলা আহ্বায়ক ছিদ্দিক আহমেদ নাসির প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই