‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য ধারণ করে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের হাউজিং মাঠে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এর উদ্বোধন করেন ।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, খামারী গৌতম মজুমদার, রেশমাসহ অনেকে ব্ক্তব্য রাখেন।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শহরের হাউজিং মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও হাউজিং মাঠে এসে শেষ হয়। এরপর অতিথিরা ওই মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩২টি স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী ও গোপালগঞ্জ শহরের হাউজিং মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি স্টল বসেছিল। এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন ও স্কুলের শিশুদের দুধ পানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহ শেষ হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল