‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য ধারণ করে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম দিবসটির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে আমিষের চাহিদা পূরণ করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক স্বচ্ছলতায় প্রাণিসম্পদের অবদান রয়েছে বলেও জানান তিনি।
পরে জেলা প্রশাসক প্রদর্শনীল ৩০টি স্টল ঘুরে দেখেন। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছা. শাহিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইরী অ্যাসোসিয়েশন দিনাজপুরের সভাপতি তুহিন আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/কামাল