মোংলায় সুন্দরবন থেকে শিকার করা ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা এবং প্রায় ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ আক্তার বিশ্বাস নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। বুধবার ২৬ নভেম্বর ভোরে বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর এলাকায় যৌথ এই অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনসংলগ্ন কানাইনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বস্তাভরা হরিণের মাংস, পা, মাথা এবং দীর্ঘ ফাঁদসহ আক্তার বিশ্বাস, ৪০,কে আটক করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার হওয়া মাংস ও শিকারের সরঞ্জামসহ আক্তার বিশ্বাসকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
বিডি প্রতিদিন/আশিক