দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ।
বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজন বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে আসে।
পরে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুলফিকার আলী জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
বক্তারা বলেন, ‘পাহাড়ের পশুপালন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে, কমবে রোগব্যাধি ও ক্ষতি। খামারিদের দক্ষতা উন্নয়ন ও সেবার সহজলভ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা।’
বক্তারা বলেন প্রাণিসম্পদ সপ্তাহে খামারিরা অভিজ্ঞতা বিনিময় ও আধুনিক পদ্ধতি সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।
বিডি-প্রতিদিন/আশফাক