দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক কারখানাকে সিলগালা ও মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং র্যাব-১৩ ব্যাটালিয়নের সমন্বিত অভিযানে বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৩১৯ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং ৯২৩ কেজি পিপি দানা জব্দ করা হয়। পরে একটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ। আরও উপস্থিত ছিলেন র্যাব-১৩ ব্যাটালিয়নের সদস্যরা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী এবং দপ্তরের অন্যান্য কর্মচারী।
পরিবেশ অধিদপ্তর জানায়, বিরামপুরের মির্জাপুর গ্রামে নিজ জমিতে গোডাউন তৈরি করে দীর্ঘদিন ধরে মেশিন বসিয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করে আসছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ