ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মদ্যপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অজিত মালাকার (৪০)। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অজিতের বড় ভাই অ্যাডভোকেট রঞ্জিত মালাকার।
এর আগে দুর্গোৎসবের দশমীর দিনে বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করলে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দুই দিন পর, ৪ অক্টোবর (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় শ্রীনিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (১৭) নামে দু’জন মারা যান।
এ ছাড়া একই গ্রামের সুমন মালাকার, অজিত মালাকার ও জন্টু মালাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে অজিত মালাকার সোমবার দুপুরে মারা যান।
বিডি প্রতিদিন/হিমেল