ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি ৩৪ টাকায় ২০২৫-২৬ অর্থবছরের মৌসুমে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় কৃষক হেবজু মিয়ার কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় জানায়, চলতি মৌসুমে আখাউড়ায় ৪১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ চলবে চলতি বছরের ২০ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘আগে আসলে আগে সরবরাহ’ নীতির ভিত্তিতে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) তাছলিমা বেগম, গুদাম কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটনসহ স্থানীয় সাংবাদিক ও কৃষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, প্রকৃত কৃষকরা যেন লাভবান হন এবং সরকার যে উদ্দেশ্যে এটি করছে সেই উদ্দেশ্য সফল হয়, তা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। আমরা প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতার সঙ্গে ধান সংগ্রহ নিশ্চিত করব। কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন, তার দিকে আমরা বিশেষ খেয়াল রাখব।
বিডি-প্রতিদিন/মাইনুল