গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চণ্ডীবরদী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, বিএনপি ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই এলাকার বেকারত্ব দূর করা, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি নেতাকর্মী ও এলাকার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল