জাঁকজমকপূর্ণ আয়োজনে দিনাজপুরে শুরু হয়েছে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে রংপুর সেন্টোস ক্লাব ১–০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে ওঠে। ম্যাচের একমাত্র গোলদাতা অনন্ত ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
সোমবার বিকেল ৩টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। পরে তিনি সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেনসহ নেতৃবৃন্দকে নিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
বিকেল ২টা থেকেই মাঠ দর্শকে ঠাসা হয়ে যায়। বিকেল ৩টায় রংপুর সেন্টোস ক্লাব এবং বগুড়া জেলা দল মাঠে নামে। শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের ১৪ মিনিটে সেন্টোস ক্লাবের অনন্ত গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বগুড়া জেলা দল গোল শোধ করতে না পারায় সেন্টোস ক্লাব ১–০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ৫ ডিসেম্বর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট আয়োজক বখতিয়ার আহমেদ কচি বলেন, “নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি খালেকিজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আবু বকর সিদ্দিক, আকতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, নওশাদ আলী, যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল