ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সেক্রেটারি মোশারফ রুবেল ছাত্রদলে যোগ দিয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) রাতে মোশারফ রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।
কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন।
ছাত্রদলে নবাগত নেতাদের স্বাগত জানিয়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন, বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ। এটা বুঝতে পারে অনেকে কাছে আসছে। ভবিষ্যতে সরকারে গেলে জনগণের এ বিশ্বাস ধরে রেখে দেশ পরিচালনা করবে বলে জানান তিনি।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০১২ সালে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন মোশারফ রুবেল। পরে তিনি খাগড়াছড়ির একাধিক উপজেলা শাখায় সভাপতির দায়িত্ব পালন করেন। পরে জেলা শাখার অফিস সম্পাদক, জেলা প্রশিক্ষণ সম্পাদক হয়ে সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পদে ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত