বরিশালের উজিরপুরে কচা নদীর ভাঙনে রাজাপুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে রেড়িবাঁধের উপর করা সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কৃষক, মৎস্যচাষি ও সাধারণ পথচারীরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কচা নদীর ভাঙন থেকে তীর রক্ষায় উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর এলাকায় বেড়িবাঁধ করা হয়েছে। স্থানীয় মানুষের চলাচলের জন্য বাঁধের উপর পিচ ঢালাই সড়ক নির্মাণ করেছে এলজিইডি। সড়কটি দিয়ে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনার মানুষ চলাচল করে।
স্থানীয়দের অভিযোগ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধটি দ্রুত মেরামত না করলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মৎস্য ঘের ও কৃষি জমি হুমকিতে পড়বে। প্রতিদিন সড়ক দিয়ে চলাচল করা উজিরপুর, কোটালিপাড়া ও খুলনার বিভিন্ন এলাকার মানুষ বিপাকে পড়বে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, পানি উন্নয়ন বোর্ডের বাধের উপর তাদের কাছ থেকে এনওসি নিয়ে সড়কটি করা হয়েছে। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের। তাই তারা মেরামত করে দিলে আমরা সড়ক সংস্কার করে দেব।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, এনওসি না নিয়ে বাঁধের উপর সড়ক করা হয়েছে। জনগণের সুবিধার জন্য সড়ক করা হয়েছে। এতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হয় বাঁধের মাটি কেটে সেখানে বালু ফেললে। বালুর কারণে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। বরাদ্দ পেলে মেরামতের কাজ শুরু করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল