বগুড়ার নন্দীগ্রামে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নারী-পুরুষ-বৃদ্ধ-শিশুদের সঙ্গে নিয়ে ব্যতিক্রমধর্মী এ ফুটবল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী (সাবেক এমপি) মোশারফ হোসেন।
নন্দীগ্রাম পৌরসভার হাটুয়া আলাইপুর ও গুন্দাইল যুব সমাজ কর্তৃক আয়োজিত বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে মঙ্গলবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি সাবেক পৌর মেয়র শ্রী সুশান্ত কুমার শান্তের সভাপতিত্বে রহিত চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপি সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, ২নং নন্দীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল বারী বারেক, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।
এসময় স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত