বান্দরবানের রুমা উপজেলায় ভালুকের আক্রমণে এক জুমচাষি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের চিম্বুক এলাকা সংলগ্ন রুইফপাড়ার দুর্গম জুমের বাগানে এ ঘটনা ঘটে।
আহত কাইং প্রে ম্রো (৩৪) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রোর ছেলে।
গ্যালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো জানান, নিজ জুম বাগানে কলা গাছ কাটার সময় হঠাৎ করে একটি ভালুক জঙ্গল থেকে বের হয়ে এসে জুমচাষির ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ভালুকটি পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। ভালুকের আক্রমণে কাইং প্রে ম্রোর চোখ ও মুখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী জানান, আহত জুমচাষীর জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে শুক্রবার বিকালেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক