বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মাদারীপুর লেকপাড় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান খান, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কিচলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক চৌধুরী মামুন, যুগ্ম-আহ্বায়ক শাহিন মৃধা, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ।
আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে মাদারীপুর জেলার সকল উপজেলা ও পৌরসভা যুবদলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল