লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) অফিসের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের মানুষ। গতকাল বিকালে ডিসি অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করেছে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুটি সুইপার কলোনির শতাধিক মানুষ অংশ নেয়।
আন্দোলনকারীরা জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় সাতটি পদের অনুকূলে ৩৯ জনকে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে লালমনিরহাটের জেলা প্রকাশক রকিব হায়দার বলেন, নির্দিষ্ট কারও জন্য প্রশ্নপত্র তৈরি করা হয় না। সব প্রার্থী বিবেচনা করেই এটি তৈরি করা হয়।