মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিল ও মো. মহিউদ্দিনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে জেলা বিএনপির একাংশ। জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে গতকাল সংবাদ সম্মেলন এ দাবি তোলা হয়। এ সময় মুন্সীগঞ্জ সদর, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা, মিরকাদীম পৌরসভাসহ মোট ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, জেলা ও উপজেলার ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়ায় স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মহিউদ্দিন জনগণের পাশে ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুন্সীগঞ্জ-৩ আসনের বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা নেতারা কেন্দ্রে মহিউদ্দিনকে ধানের শীষের মনোনয়ন দিতে যৌথ অনুরোধপত্র পাঠিয়েছেন।