কুমিল্লায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিস্তার অপরিহার্য। কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব স্থাপন করা হবে। বর্তমান যুগে প্রযুক্তি নির্ভর দক্ষতা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।
শনিবার (৬ ডিসেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইডিইবি কুমিল্লা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শাহ আলম, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, আইডিইবি ঢাকা অঞ্চলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, আইডিইবি কুমিল্লা অঞ্চলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী এরশাদ উল্যাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী এ কে এম জামাল হোসেন।
আলোচনা সভা শেষে কবুতর ও বেলুন উড়িয়ে গণ প্রকৌশল দিবসের র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা জেলা শিল্পকলায় এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল