নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে প্রবাসীর বাড়িতে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, নতুন মোবাইল ফোন ও ‘ফ্রি ফায়ার’ গেমের আইডি কেনার উদ্দেশ্যে নিজ বাড়িতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ডাকাতির নাটক সাজায় প্রবাসীর ছেলে। শুক্রবার রাতে তিন কিশোরকে গ্রেফতারের পর এ তথ্য নিশ্চিত করে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারের একটি অংশ।
এর আগে গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাহরিয়ারকে বেঁধে রেখে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা করেন।
শুক্রবার রাতে শাহরিয়ারের বন্ধু শাহ আলম নতুন মোবাইল ফোন কিনলে তার পরিবার টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা শাহরিয়ার, নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলমকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা তিনজনই ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তিন কিশোর স্বীকার করেছে যে নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকার জন্য তারা পরিকল্পিতভাবে দিনদুপুরে এই ডাকাতির নাটক সাজায়।’
বিডি-প্রতিদিন/জামশেদ