নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিন দুপুরে স্কুল শিক্ষার্থীকে জিম্মি করে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে একদল ডাকাতের বিরুদ্ধে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা আব্দুর রশিদ বাদী হয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তমো জানান, ‘তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির নগদ টাকা ও তার মায়ের ব্যবহৃত স্বর্ণালংকার বাসায় ছিল। গতকাল সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে তৃতীয় তলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশধারী ৫ থেকে ৭ জন ডাকাত। তারা তমোকে একা পেয়ে হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে চলে যায়।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বলেন, গতকাল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ না পাওয়ায় কিছু করা যায়নি। আজ অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।