এইচআইভি এইডস নিয়ন্ত্রণে আক্রান্ত বিদেশফেরত যাত্রী ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশেষভাবে চিকিৎসার আওতায় আনতে হবে। কারণ এইডস একটি অনিরাময়যোগ্য রোগ। এআরটি সেন্টারে ধারাবাহিকভাবে কার্যকর ওষুধ সেবনের মাধ্যমে একজন রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এর জন্য প্রয়োজন কেবল সচেতনতা। সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ রোগের প্রকোপ নিন্মগামী।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের উদ্যোগে বিশ্ব এইডস দিবস আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক ডা. মনছুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো জসিম উদ্দিন। প্যানেল বক্তা ছিলেন প্রফেসর ডা একিউএম সিরাজুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, সিভিল সার্জন ডা জাহাঙ্গীর আলম চৌধুরী ও চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা জুনায়েদ মাহমুদ খান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের রেজিস্ট্রার ডা. সিফাত সায়মা।
বিডি প্রতিদিন/এএম