১৮৮ বছরের কুমিল্লা জিলা স্কুল। এ স্কুলের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন আগামীকাল শনিবার। স্থানীয়রা স্কুলে স্থাপিত কেন্দ্রে ভোট দেবেন। দেশের বাইরে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ নিয়ে স্কুলের সাবেক প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে, ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে। তাদের মতে স্কুলের জীবন ছিল মধুর। দুষ্টমির কারণে স্যারদের বেত্রাঘাত তখন খারাপ লাগলেও এখন মধুর মনে হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম জানান, ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ হতে যাচ্ছে। ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী।
সরেজমিন গিয়ে দেখা যায়, মাঠে ৪৫-৫৫ বছরের শিক্ষার্থীরা ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে গেছেন। কেউ কেউ গাছের ছায়ায় চেয়ার পেতে খেলা দেখছেন। কৃষ্ণচুড়া, দেবদারু ও কড়ই গাছের ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবীণ গাছ গুলোও যেন অপেক্ষায় সাবেক শিক্ষার্থীদের সান্নিধ্য পাওয়ার। নির্বাচনের জন্য কক্ষ সাজানো হচ্ছে।
প্রাক্তন শিক্ষার্থী গোলাম ইউসুফ চৌধুরী বলেন, মকবুল আহমেদ ও ফয়জুল হক স্যারদের মার এখনও মনে পড়ে। এমন মার দিয়েছে, শার্ট ছিঁড়ে গেছে। সেটা টেইলারের কাছে সেলাই করে বাড়ি গিয়েছি। নতুবা বাড়িতে জানলে আবার মাররে। সেই দিন গুলো খুব মিস করি। সেই মারকে খুব মিস করি। সেই মার আরো খেলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম।
ইমতিয়াজ সরকার নিপু বলেন, এখানে প্রবেশ করলে এখনও ৮০ সালের স্কুল জীবনে ফিরে যাই। কত স্কুল ফাঁকি দিয়ে কত খেলা দেখেছি, কত সিনেমা দেখেছি। সেই দিন গুলো মিস করি। কাল সিনিয়র জুনিয়র অনেকের সাথে দেখা হবে সেটার অপেক্ষায় আছি।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, বিশ্ববিদ্যালয় কলেজে সাধারণত অ্যালামনাই এসোসিয়েশন থাকে, স্কুলে এটা ব্যতিক্রম। এই স্কুলের শিক্ষার্থীরা সারা দেশে প্রতিষ্ঠিত। নির্বাচনকে ঘিরে এখানে উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের উৎসব দেখে মনে হচ্ছে, এই স্কুলের শিক্ষক হওয়ার থেকে ছাত্র হওয়া অনেক আনন্দের। নির্বাচিত কমিটি স্কুলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করি।
উল্লেখ্য, কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে অসংখ্য কৃতি ব্যক্তিত্ব তৈরি করেছে। শিক্ষা সংস্কৃতিতে কুমিল্লাকে এগিয়ে রাখতে এই স্কুলের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদঢ় করতে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত